বরিশালে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুকুরের পানিতে রক্ষা, তবু ছাই হলো দোকানপাট

বরিশাল নগরীতে গভীর রাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৭–৮টি দোকান। শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায়, নুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশের দোকানসমূহে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। দোকানগুলোর নিকটবর্তী একটি পুকুর থাকায় সেখানকার পানি ব্যবহার করে দমকল বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রাত প্রায় ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
ভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফাহিম আহমেদ/মামুন