ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কাছে সবাই সমান। এখানে কোনো বড় দল বা ছোট দলের প্রশ্ন নেই। জনগণের আস্থা ফেরাতে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য বলে জানালেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
শনিবার (২৪ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দিয়ে বলেন, কোনো দল বা প্রার্থীর প্রতি যেন পক্ষপাতমূলক আচরণ না করা হয়।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটকেন্দ্রে পেশিশক্তির ব্যবহার, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন বা ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো অনিয়মের তথ্য প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এখানে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা, গণঅধিকার পরিষদ-এর প্রার্থী ওয়াসিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দন, মো. রেহান আফজাল।
সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলার গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মো. আব্দুল হালিম, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর এ কে এম রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জ র্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক, নারায়ণগঞ্জ জেলা আনসার ও ভিডিপির কমান্ডার কানিজ ফারজানা, জেলা নির্বাচন কর্মকর্তার আলমগীর হোসেনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নজরুল বাদল, নারায়ণগঞ্জ










