ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি গ্রামে ভূমিধসের ঘটনায় ৭ জন নিহত এবং ৮২ জন নিখোঁজ হয়েছে, জানিয়েছে দেশের দুর্যোগ প্রশমন সংস্থা।
সংস্থার মুখপাত্র আব্দুল মুহারির বরাতে বলা হয়েছে, “নিখোঁজ ব্যক্তির সংখ্যা বেশী; আমরা আজ আমাদের উদ্ধার অভিযান সর্বোচ্চ মাত্রায় চালানোর চেষ্টা করব।”
স্থানীয় সংবাদমাধ্যম কম্পাস ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা আগে থেকে পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ আবহাওয়ার সতর্কতা জারি করেছিল। শুক্রবার থেকে এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা জানানো হয়েছিল।
শনিবারের এই দুর্যোগটি আসে এমন সময় যখন ডিসেম্বর মাসে আছেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে ভয়াবহ ভূমিধস ও বন্যায় এক হাজার ১৭০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
এছাড়া, জাভায় এটি মাত্র দুই মাসের মধ্যে দ্বিতীয় বড় ভূমিধস। নভেম্বরের ১৩ তারিখে সিবেউনইয়িং গ্রামে কয়েক দিনের ভারী বৃষ্টির পর ১১ জন নিহত হয়েছিল।










