মারা গেলেন সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া… রাজিউন)। বুধবার সন্ধ্যা ৭টায় ঢাকার উত্তরার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় রবিউল করিম দুলাল।

হাফিজ উদ্দিন খান ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ, পরিকল্পনা ও অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক চেয়ারম্যান এবং বিভিন্ন ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

হাফিজ খান ছিলেন সৎ ও গুণী ব্যক্তি। তিনি স্ত্রী, কানাডায় প্রবাসী দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মামাতো ভাই লিয়াকত আলী জানান, মরদেহ বর্তমানে উত্তরার বাড়িতে রাখা হয়েছে। দুই মেয়ে কানাডা থেকে আসার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাকে সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।

-সাইমুন