আফগানিস্তানের যুদ্ধ নিয়ে ন্যাটো সেনাদের ভূমিকা সম্পর্কে মন্তব্য করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ট্রাম্পের মন্তব্যে বলা হয়েছিল, যুদ্ধ চলাকালে মার্কিন সেনারাই মূলত সামনের সারিতে লড়াই করেছে, আর ন্যাটোর অন্যান্য সদস্য দেশের সেনারা তুলনামূলকভাবে পেছনে অবস্থান করেছিল।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন কিয়ার স্টারমার। একই সঙ্গে আফগানিস্তানে নিহত ৪৫৭ জন ব্রিটিশ সেনার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। স্টারমার বলেন, “তাদের সাহসিকতা ও দেশের জন্য দেওয়া আত্মত্যাগ আমি কখনোই ভুলে যেতে পারি না।”
যুদ্ধে আহত ব্রিটিশ সেনাদের প্রতিও সম্মান জানান প্রধানমন্ত্রী। তিনি ট্রাম্পের মন্তব্যকে ‘অপমানজনক’ এবং ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে বলেন, “এই বক্তব্য নিহত ও আহত সেনাদের পরিবারসহ পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে।”
উল্লেখ্য, এ ধরনের প্রতিক্রিয়া এই প্রথম নয়। এর আগেও ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের বিরোধিতা করে কিয়ার স্টারমারের দপ্তর থেকে একাধিক বিবৃতি দেওয়া হয়েছিল।
২০০১ সালে ৯/১১ হামলার পর ন্যাটো বাহিনী আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। ২০২১ সাল পর্যন্ত দেশটিতে তাদের উপস্থিতি ছিল। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত আফগানিস্তানে ন্যাটোর প্রায় এক লাখ ৩০ হাজারের বেশি সেনা মোতায়েন ছিল। এই সময়ে অন্তত ৩ হাজার ৪৮৬ জন সেনা নিহত হন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা ছিল ২ হাজার ৪৬১ জন এবং যুক্তরাজ্যের ৪৫৭ জন।
সূত্র: আল–জাজিরা, স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান










