সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনে যথাসময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে গত বছরের ৩০ অক্টোবর তাদের বিরুদ্ধে ‘নন সাবমিশন’ দুইটি মামলা করেছিল দুদক।
মামলা দুটি তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হলে কমিশন আজ বৃহস্পতিবার আলাদাভাবে চার্জশিট আদালতে জমা দেওয়ার অনুমতি দিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক মো. এমরান হোসেন শিগগির আমালতে চার্জশিট দুটি পেশ করবেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের ১৭ জুলাই নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী নাসিমা খান মন্টির কাছে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছিল। তারা নোটিশ পাঠানোর ২১ কর্মদিবসের মধ্যে সম্পদবিবরণী জমা দেননি। এমন কী সময় চেয়ে আবেদনও করেননি। যথাসময়ে সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে নন সাবমিশন মামলা করা হয়েছিল। এবার তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে। দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৬(২) ধারায় চার্জশিট দুটি দাখিল করা হবে।
-সাইমুন










