সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামুঞ্জুর

রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন ঢাকার জজ আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর আজ বৃহস্পতিবার শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানিতে বলা হয়, আসামি সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধ; আইনের প্রতি শ্রদ্ধাশীল ও বাংলাদেশের স্থায়ী নাগরিক।

এর আগে গত ১৪ ডিসেম্বর জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। এতে সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও মেহের আফরোজ শাওনকে আসামি করা হয়। এ মামলায় গত ১৫ ডিসেম্বর আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২০ ডিসেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
-সাইমুন