ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়রপারসনের উপদেষ্টা সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ভূঁইয়াদিঘী পীর আনিস মোহাম্মদ ভূঁইয়ার মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে ধানের শীষ মার্কার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
এ সময় মাজার প্রাঙ্গণে প্রধান অতিথি বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা বেগম খালেদা জিয়াকে দেখেছেন, তিনি একমাত্র মহিলা যার এক ইঞ্চি জায়গা বিদেশের মাটিতে নেই।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কাজী মফিজুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। যারা বিএনপি করে তারা কোনো বহিষ্কৃত নেতার পক্ষে থাকতে পারেন না।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমান পৌর শহরের মধ্য কাদরা দিন মোহাম্মদ মৌলভী প্রকাশ ছয়বাড়ীয়া হুজুরের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন। এ সময় তিনি বলেন, আমি এই এলাকার জনসাধারণের প্রার্থী। দলমত নির্বিশেষে আমি সবার সহযোগিতা কামনা করি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া সকালে উপজেলা জামায়াতের নির্বাচনি দায়িত্বশীল সমাবেশের পর সেনবাগ ফজিল মাদ্রাসাসহ কয়েকটি মাদ্রাসায় সফরের মধ্যে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
-সাইমুন










