শেরপুর-২ আসনে নির্বাচনী মাঠের লড়াই শুরু, প্রচারণায় ৪ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে নির্বাচনী মাঠ পুরোপুরি প্রস্তুত। গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নির্বাচন কমিশনের ঘোষণানুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শুরু করতে পারবেন।

এবার এই আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন ফাহিম চৌধুরী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে আছেন আব্দুল্লাহ আল কায়েস। অন্যদিকে, এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

প্রতীক বরাদ্দের পর থেকেই নালিতাবাড়ী ও নকলা উপজেলার বিভিন্ন মোড় ও চায়ের দোকানে নির্বাচনী সমীকরণ নিয়ে আলোচনা চলছে। ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি আগ্রহ।

আজ থেকে প্রার্থীরা জনসভা, পথসভা এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করবেন।

-জাফর আহাম্মদ,শেরপুর