সাতক্ষীরার তালায় ১২ কোটি ৫৫ লাখ টাকার প্রশাসনিক ভবন দ্রুত সম্পন্নের দাবি

সাতক্ষীরা জেলা তালায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মানের কার্যক্রমে মন্থর গতি। প্রকল্প বাস্তবায়েনের মেয়াদ ১৩ অক্টোবর ২৫ সমাপ্ত হলেও ৫০ % অগ্রগতি হয়েছে। প্রাক্কলিত ব্যয় ১২ কোটা ৫৫ লক্ষ ১৭ হাজার ৭৫৭ টাকা ৯০ পয়সা। ১০℅ নিম্মদরে দরপত্র দাখিল করেন মেসার্স বরেন্দ্র কনষ্ট্রাকশন বাড়ী নং ১৪৬; সাহেব বাজার ঘোড়া মারা বোয়ালিযা রাজশাহী। চুক্তিমুল্য ১১ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৯৮২ টাকা ১১ পয়সা। প্রকল্পটি শুরোর সময ১৪ জুলাই ২০২৪ সমাপ্তির তারিখ ১৩-১০-২০২৫। প্রকল্পটি বাস্তবায়নে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তালা।

রথীন্দ্র নাথ হালদার ,উপজেলা প্রকৌশলী বিজন কুমার মন্ডল, উপ- সহকারী প্রকৌশলী এম,এ মামুন আলম নস্ক্যাকার ঊপ- সহকারী প্রকৌশলী মোঃ উজ্জল হোসেন কার্যসহকারী। উক্ত ৪ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কারী কর্তৃপক্ষের তদারকির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার জানান,ভবন ৬ তালা ফাউন্ডেশন ৫ তালা কমপ্লিট হবে নিচের তালা ফাকা থাকবে। ইতিমধ্যে কথক অংশে তিনতালার ছাঁদ ঢালই শেষ হয়েছে। একটি ঢালাই করার পর সেন্টারিং একমাস পর খুলতে হয়। প্রকল্পটি বাস্তবায়নে জুন/২৬ পর্যন্ত এর মধ্যে ঠিকাদার প্রকল্পটি হস্তান্তর করার টার্গেট নিয়ে দ্রুত গতিতে প্রকল্পটি সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মেঃ ইমন ইসলাম
সাতক্ষীরা জেলা প্রতিনিধি