আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারকৃত নেতারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম কামরুজ্জামান মামুন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ সাইদুজ্জামান কামাল।
দলীয় সূত্রে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় নির্দেশনার বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন।
– জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)










