ঢামেকে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে লাঞ্ছনা, আটক ২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসককে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গণ্ডগোলের সময় দুজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।জানা গেছে, এক নারী রোগী ঢামেকে মারা যান। তার বাড়ি কামরাঙ্গীচরে। তার মৃত্যুতে অবহেলার অভিযোগ এনে সংশ্লিষ্ট চিকিৎসককে রোগীর স্বজনরা গালিগালাজ করেন।

পরে বিষয়টি ইন্টার্ন চিকিৎসকদের একটি গ্রুপ জরুরি বিভাগে গিয়ে মেইন গেট বন্ধ করে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে হাসপাতালে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মারা যাওয়া রোগীটিকে নতুন ভবনে থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অবগত রয়েছেন। পরে শুনেছি জরুরি বিভাগের মেইন গেট বন্ধ করে রেখেছে চিকিৎসকরা।

এর আগে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে প্রথম ঘটনার সূত্রপাত। পরে রাত ২টার দিকে চিকিৎসকরা গেট বন্ধ করেন।
-সাইমুন