এ ঘটনায় গণ্ডগোলের সময় দুজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।জানা গেছে, এক নারী রোগী ঢামেকে মারা যান। তার বাড়ি কামরাঙ্গীচরে। তার মৃত্যুতে অবহেলার অভিযোগ এনে সংশ্লিষ্ট চিকিৎসককে রোগীর স্বজনরা গালিগালাজ করেন।
এসময় চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, মারা যাওয়া রোগীটিকে নতুন ভবনে থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অবগত রয়েছেন। পরে শুনেছি জরুরি বিভাগের মেইন গেট বন্ধ করে রেখেছে চিকিৎসকরা।










