প্রয়াত শিল্পমন্ত্রী নয়া মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী আজ

মানিকগঞ্জবাসীর উন্নয়নে যে মানুষটি আজীবন নিরালসভাবে কাজ করে গেছেন তাঁর নাম শামসুল ইসলাম খাঁন (নয়া মিয়া)। তিনি নয়া মিয়া নামেই মানুষের কাছে বেশি পরিচিত ছিলেন। আজ ২২ জানুয়ারি এই ক্ষনজন্মা কীর্তিমান মানুষটির ২০তম মৃত্যুবাষির্কী। ২০০৬ সালের এই দিনে না ফেরার দেশে পারি জমান বর্ষিয়ান এ রাজনীতিবিদ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্তর বাবা শামসুল ইসলাম খাঁন (নয়া মিয়া)। তিনি এই আসন থেকে টানা চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন।

পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, প্রতি বছরই দলীয় ও পারিবারিকভাবে পালন করা হয় তাঁর মৃত্যুবার্ষিকী।

 

শামসুল ইসলাম খাঁন নয়া মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দক্ষিণ মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ ও দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার ছেলে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত।

-সাইমুন