গাজা শাসনে ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ থাকছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্দান, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কাতার। বুধবার আট দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর খালেজ টাইমসের
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার ‘শান্তি পরিষদে’ যোগদানের আমন্ত্রণ গ্রহণ করা হয়েছে।
বিবৃতিতে মন্ত্রীরা ট্রাম্পের নেতৃত্বে শান্তি প্রচেষ্টার প্রতি তাদের দেশের সমর্থন জানাবেন। গাজায় সংঘাতের অবসানের জন্য ব্যাপক পরিকল্পনায় তারা অংশ নেবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮০৩ নং প্রস্তাব দ্বারা গৃহীত একটি অন্তর্বর্তী সংস্থা হিসেবে শান্তি পরিষদের ম্যান্ডেট বাস্তবায়নে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন আট দেশের মন্ত্রী।
গাজায় শান্তি পর্ষদের লক্ষ্য হলো- স্থায়ী যুদ্ধবিরতি সুসংহত করা, গাজার পুনর্গঠনে সহায়তা করা এবং আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় অধিকারের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি এগিয়ে নেওয়া, যার ফলে এই অঞ্চলের সব দেশ ও জনগণের জন্য নিরাপত্তা ও স্থিতিশীলতার পথ প্রশস্ত হবে।
গত সপ্তাহে মিসরের রাজধানী কায়রোতে প্রথমবারের মতো জাতীয় গাজা ব্যবস্থাপনা কমিটি (এনজিএসি) বৈঠক করে। গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে এটি ফিলিস্তিনি দল হামাসের পরিবর্তে গাজার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি গত সপ্তাহ থেকে শুরু হয়েছে।
-সাইমুন










