লাঙ্গল মার্কায় ভোট দিয়ে গোলাম কিবরিয়া টিপুকে ফিরিয়ে আনুন: তাপস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক দুইবারের এমপি গোলাম কিবরিয়া টিপু তার নির্বাচনী প্রতীক সংগ্রহ করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় প্রতীক সংগ্রহ শেষে বাবুগঞ্জে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস। তিনি তার বক্তব্যে বলেন, “আপনারাই পারবেন আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক দুইবারের এমপি গোলাম কিবরিয়া টিপুকে বিজয়ী করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে।”

তিনি আরও বলেন, “বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির যে শক্তিশালী সমর্থকভিত্তি রয়েছে, দেশের অন্য কোনো আসনে এমন সমর্থন আছে বলে আমার মনে হয় না। ইনশাআল্লাহ, বিগত দুইবারের মতো এবারও আপনারাই গোলাম কিবরিয়া টিপুকে এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া টিপুর কন্যা ফারিয়া বিনতে কিবরিয়া, তার ভাই গোলাম রব্বানীসহ জাতীয় পার্টির উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং মাঠ পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

-ফাহিম আহমেদ, বরিশাল