ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বোদা সদর ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা সদর ইউনিয়ন শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ কামরুল হাসান প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বোদা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার, সেক্রেটারি জান্নাতুল বারী মানিক উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন এর দায়িত্বশীল সহ অত্র কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। জনগণের নৈতিক ও মানবিক উন্নয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বক্তারা উল্লেখ করেন।
প্রধান অতিথি আলহাজ্ব কামরুল হাসান প্রধান বলেন, দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়