যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গতকাল মঙ্গলবার এক বছর পূর্ণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী স্থিতিশীল বিশ্বব্যবস্থাকে কার্যত তছনছ করে দিয়েছেন ট্রাম্প।
গত এক বছরে সংঘাত না থামিয়ে হামলা, অস্বাভাবিক শুল্কারোপে ব্যস্ত ট্রাম্প। শত্রু-মিত্র নির্বিশেষে কঠোর পদক্ষেপে তিনি কূটনীতির ভাষা বদলে দিয়েছেন। তাঁর একের পর এক আগ্রাসী পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে এমন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, যা আগে কখনও দেখা যায়নি। এ সময় বিশ্বব্যাপী অন্তত আটটি যুদ্ধ-সংঘাত বন্ধের কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। যদিও বাস্তবতা ভিন্ন।
ন্যাটোর সদস্য ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড দখলের হুমকিও বেশ কিছুদিন ধরে দিচ্ছেন। প্রতিবেশী মেক্সিকো ও কলম্বিয়ায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত তাঁর। এ ছাড়া ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে কড়াকড়ি শুরু হলে সেখানেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রকে পুরোনো সাম্রাজ্যবাদী চেহারায় ফিরিয়ে নিচ্ছেন ট্রাম্প।
আগামী জুনে ৮০ বছরে পদার্পণ করতে যাওয়া এই রিপাবলিকান নেতা নতুন বছরের শুরু থেকেই যুদ্ধংদেহী মনোভাবে অবতীর্ণ হয়েছেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করেন জাতিসংঘের ৩১টিসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে। শুধু অন্য দেশে নয়, নিজ দেশেও দমনপীড়নের অভিযোগ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। তাঁর আমলেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার টানা ৪৩ দিনের সরকারি অচলাবস্থা ছিল। খবর দ্য গার্ডিয়ানের।
-সাইমুন










