শার্শায় ইয়াবাসহ দুই কারবারি আটক

যশোরের শার্শায় মটরসাইলে যোগে ইয়াবা ট্যাবলেট পাচারকালে দুই মাদক কারবারি বুলবুল সানা বুলি (৫২) ও শিল্পি খাতুন (৪২) কে আটক করেছে র‍্যাব সদস্যরা।সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে তাদের দুইজনকে আটক করেন। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের ১১৫ সিসির ডিসকাভার মোটরসাইকেল জব্দ করা হয়।

যশোর র‍্যাব-৬ এর অফিস সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের মাধ্যমে শার্শা থানাধীন বাগুড়ী বেলতলা ফল বাজারের তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হইতে ঐ দুইজন ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে নারী মাদক কারবারি শিল্পী খাতুনের হেফাজতে থাকা ২৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন।

যশোর র‍্যাব-৬ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, আটককৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার (ওসি) মারুফ হোসেন জব্দকৃত মাদকদ্রব্য ও আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. সোহাগ হোসেন,বেনাপোল/