গ্রিনল্যান্ড দখলের হুমকির আবহে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত ছবি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোস্ট করা ছবিতে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়তে দেখা যায়। একই সঙ্গে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাঠানো একটি বার্তার স্ক্রিনশটসহ আরও কয়েকটি ছবি শেয়ার করেন।
ছবিগুলোর একটি ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ বলে ধারণা করা হচ্ছে। সে সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনালাপ উপলক্ষে ইউরোপীয় নেতারা ওয়াশিংটন সফর করেছিলেন।
ট্রুথ সোশ্যালে পোস্ট করা ছবিতে মূল উপস্থাপনা বোর্ড পরিবর্তন করা হয়েছে। সেখানে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা দেখানো হয়। অথচ মূল ছবিতে ইউক্রেন সংঘাতের ফ্রন্টলাইন উপস্থাপন করা হয়েছিল। ওই ছবিটি ইউরোপীয় নেতাদের সফরের পর হোয়াইট হাউসের ফ্লিকার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল।
এ ছাড়া ট্রাম্প আরেকটি ইলাস্ট্রেশনও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি নিজে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করছেন। তাঁর পাশে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইলাস্ট্রেশনের সামনে থাকা একটি সাইনবোর্ডে লেখা রয়েছে—
‘গ্রিনল্যান্ড: মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠা ২০২৬।’
এই পোস্ট ঘিরে সামাজিক ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
সূত্র : বিবিসি।
-আফরিনা সুলতানা/










