মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলেন বিএনপি নেতা গফুর ভূঁইয়া

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) প্রার্থিতা বাতিল করায় আইনি লড়াইয়ে নামলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া। প্রার্থিতা ফিরে পেতে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট পিটিশন দায়ের করেছেন তিনি।
গত ১৮ জানুয়ারি (রবিবার) নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। অভিযোগ রয়েছে যে, তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং সংবিধান অনুযায়ী নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত স্বীকৃতি ছাড়া তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। কমিশনের এই সিদ্ধান্তের ফলে কুমিল্লার এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির এই প্রার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।
আবদুল গফুর ভূঁইয়ার আইনজীবীরা দাবি করেছেন, নাগরিকত্ব সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা সত্ত্বেও কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে। হাইকোর্টে দায়ের করা রিটে কমিশনের ওই আদেশকে চ্যালেঞ্জ করে প্রার্থিতা বহাল রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুটি অত্যন্ত আলোচিত হয়ে উঠেছে। গত রবিবারই সচেতন নাগরিকদের পক্ষ থেকে কমিশনের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে আবেদন করা হয়েছিল যে, কেবল নাগরিকত্ব ত্যাগের ‘অঙ্গীকারনামা’ দিয়ে যেন কাউকে বৈধ ঘোষণা না করা হয়।
এখন হাইকোর্টের আদেশের ওপরই নির্ভর করছে আবদুল গফুর ভূঁইয়া কুমিল্লার এই আসন থেকে নির্বাচনে লড়তে পারবেন কি না। চলতি সপ্তাহেই রিট আবেদনটির ওপর শুনানির সম্ভাবনা রয়েছে।
লামিয়া আক্তার