চাঁদাবাজদের কবর রচনা করা হবে: মতবিনিময় সভায় মুফতি মনির হোসাইন কাসেমী

নারায়ণগঞ্জ শহরের হিমালয় কমিউনিটি সেন্টারে রবিবার  রাতে “আগামীর জনপ্রতিনিধিদের নিকট জনতার প্রত্যাশা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রেটার মতলব সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান আলোচক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ আগামীর রাজনীতি ও সমাজ সংস্কার নিয়ে তাদের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।

সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি তার বক্তব্যে বলেন, “যে সমাজ ও মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী, জনগণ তাকেই মূল্যায়ন করবে—এটাই স্বাভাবিক। আমরা যদি ক্ষমতায় যাই, তবে চাঁদাবাজদের কবর রচনা করা হবে, ইনশাআল্লাহ। আমরা মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়াবো, কিন্তু কাউকে চাঁদা দেবো না।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ৪ আসনে কোনো ধরনের মাদকের আগ্রাসন রাখা হবে না। বক্তব্যে তিনি অধ্যাপক জামান সাহেবের অবদানের কথা স্মরণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত মতলববাসীকে আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে তিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

বক্তারা বলেন, “নারায়ণগঞ্জে মতলবের প্রায় ৬০ হাজার ভোটার রয়েছেন। বিগত দিনে রাজনীতিকরা আমাদের সিম্প্যাথি নিতে এলেও আমাদের সাধারণ মানুষদের বাড়ি করতে বা ব্যবসা করতে গিয়ে চাঁদাবাজির শিকার হতে হয়েছে। আগামীর জনপ্রতিনিধিদের কাছে আমাদের একটাই দাবি—ভবিষ্যতে যেন কোনো ব্যবসায়ী বা সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।”

এম. মুফাজ্জল ইবনে মাহফুজ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মফিজুল হক শাহিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: প্রিন্সিপাল মো. সাইদুর রহমান, সাংবাদিক মো. টারজান, অ্যাকাউন্ট্যান্ট আলাউদ্দিন আহমেদ।জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মালা, মাওলানা ফেরদৌসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিমুদ্দিন।সাবেক যুবদল আহ্বায়ক এম এ এম সাগর, মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেট মো. আব্দুল জলিল দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা আগামীর সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাহমুদ কাওসার,নারায়ণগঞ্জ