শেরপুর সদর–১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল হক মনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুর একটার দিকে এ সিদ্ধান্ত দেওয়া হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় আপত্তির কারণে মাহমুদুল হক মনির মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। পরে নির্ধারিত সময়ের মধ্যে তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন। আপিল শুনানির শেষ দিনে তার দাখিল করা কাগজপত্র ও উপস্থাপিত যুক্তি পর্যালোচনা করে কমিশন মনোনয়নপত্র বৈধ বলে রায় দেয়।
এ সিদ্ধান্তের ফলে শেরপুর সদর–১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাহমুদুল হক মনি আনুষ্ঠানিকভাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাহমুদুল হক মনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি সন্তুষ্ট। ভোটারদের আস্থা ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, চলমান আপিল শুনানির মাধ্যমে বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন।
-মাকসুদুর রহমান, শেরপুর প্রতিনিধি










