
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো একটি আসনও পায়নি। নির্বাচন কমিশনের প্রকাশিত অস্থায়ী ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট প্যাট্রিস তালোঁর ঘনিষ্ঠ দুটি দল জাতীয় পরিষদের সবকটি ১০৯টি আসন দখল করেছে।
শনিবার রাতে নির্বাচন কমিশন জানায়, ১১ জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি রাজনৈতিক দলের মধ্যে কেবল প্রগ্রেসিভ ইউনিয়ন ফর রিনিউয়াল ও রিপাবলিকান ব্লক সংসদে প্রতিনিধিত্ব পেতে সক্ষম হয়েছে। এই দুই দলই ক্ষমতাসীন প্রেসিডেন্ট তালোঁর রাজনৈতিক জোটের অংশ। এর মধ্যে প্রগ্রেসিভ ইউনিয়ন ফর রিনিউয়াল পেয়েছে ৬০টি আসন এবং রিপাবলিকান ব্লক পেয়েছে ৪৯টি আসন।
নতুন নির্বাচনী আইনে সংসদে আসন পেতে হলে কোনো দলকে জাতীয়ভাবে অন্তত ২০ শতাংশ ভোট এবং দেশের ২৪টি নির্বাচনী জেলার প্রতিটিতে ন্যূনতম ২০ শতাংশ ভোট অর্জন করতে হয়। প্রধান বিরোধী দল দ্য ডেমোক্র্যাটস জাতীয় পর্যায়ে প্রায় ১৬ শতাংশ ভোট পেলেও এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সংসদের বাইরে পড়ে যায়। খবর আলজাজিরার।
এই ফলাফল এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্ষমতাসীন জোটকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেল। বর্তমানে ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট প্যাট্রিস তালোঁ টানা এক দশক দেশ শাসনের পর সাংবিধানিক মেয়াদসীমার কারণে পুনরায় প্রার্থী হতে পারবেন না। তার মনোনীত উত্তরসূরি হিসেবে অর্থমন্ত্রী রোমুয়াল্ড ওয়াদাগনির নাম আলোচনায় রয়েছে।
অন্যদিকে, বিরোধী দল দ্য ডেমোক্র্যাটস প্রয়োজনীয় সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহে ব্যর্থ হওয়ায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারছে না। একই কারণে তারা সাম্প্রতিক স্থানীয় নির্বাচন থেকেও বাদ পড়ে।
দলটির মুখপাত্র গাই মিতোকপে বার্তা সংস্থা এপি-কে বলেন, “এই ফলাফল প্রমাণ করে আমরা গত দুই বছর ধরে যে লড়াইয়ের কথা বলে আসছি। আমরা আগেই বলেছিলাম, এই নির্বাচনী আইন ক্ষমতাসীনদের পক্ষে পক্ষপাতদুষ্ট ও বর্জনমূলক। এর ফলেই আমরা প্রেসিডেন্ট ও স্থানীয় দুই নির্বাচন থেকেই বাদ পড়েছি।”
উল্লেখ্য, এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ ডিসেম্বরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টার কয়েক সপ্তাহ পর। ওই অভ্যুত্থান কয়েক ঘণ্টার মধ্যেই দমন করা হয় বলে সরকার জানায়।
এর আগে গত নভেম্বরে গৃহীত সাংবিধানিক সংশোধনের মাধ্যমে বেনিনে প্রেসিডেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়, তবে সর্বোচ্চ দুই মেয়াদের সীমা বহাল রাখা হয়েছে।
-সাবরিনা রিমি









