আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে পৌঁছেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পসহ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় উঠে আসে।
বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আলোচনা ছিল ফলপ্রসূ ও গঠনমূলক। দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন এবং বাংলাদেশ–চীন দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের বিষয়ে বাংলাদেশকে শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত।
আলোচনায় প্রস্তাবিত বাংলাদেশ–চীন হাসপাতাল প্রকল্পের বিষয়টিও গুরুত্ব পায়। ইয়াও ওয়েন জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনা করছেন এবং প্রকল্পের অর্থায়ন দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। উভয় দেশ পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়।
উল্লেখ্য, গত বছরের মার্চে চার দিনের সরকারি সফরে চীন যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরের শুরুতে তিনি হাইনান প্রদেশে একটি বৈঠকে অংশ নেন এবং পরে বেইজিং সফর করেন। সেখানে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাবরিনা রিমি/










