আলমডাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আইমান সামির নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পশুরহাট রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইমান সামির আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের দোয়ারপাড়া গ্রামের সোহাগ আলীর একমাত্র সন্তান। সে তার মা অ্যানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি তার মায়ের হাতে ভাত খাচ্ছিল। একপর্যায়ে পানি আনতে মা ঘরের ভেতরে গেলে ট্রেনের শব্দ শুনে শিশুটি দৌড়ে রেল লাইনের দিকে চলে যায়। ঠিক সেই সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আইমানের নানা মিজানুর রহমান পশুহাট রেল ব্রিজ এলাকার রেল লাইনের ওপর ঝুপড়ি ঘর নির্মাণ করে বসবাস করেন। কয়েকদিন আগে আইমানের মায়ের নানি মারা যাওয়ায় তার মা অ্যানি খাতুন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
-saimun