বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে বিএনপি দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
সংক্ষিপ্ত জীবন ও কর্ম
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন এবং পরে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন।
বিএনপির কর্মসূচি
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শেরেবাংলা নগরে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া, দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে দলের জাতীয় নেতারা বক্তব্য দেবেন।
যা বললেন বিএনপি মহাসচিব
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানকে ‘মহান স্বাধীনতার ঘোষক’, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক’ এবং ‘একজন স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক’ হিসেবে অভিহিত করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, “রণনায়ক হিসেবে জিয়াউর রহমান ছিলেন দেশবাসীর কাছে সমাদৃত ও সম্মানিত।”
-মো. আশরাফুল আলম










