ইসির আপিল শুনানি প্রায় শেষের দিকে : হেভিওয়েটদের কেউ টিকলেন, কেউ ছিটকে গেলেন

নিজস্ব প্রতিবেদক :
নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানি শেষ হয়েছে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল আবেদনগুলোর ওপর সিদ্ধান্ত দেয়। এতে কয়েকটি আসনে প্রার্থিতা বহাল থাকলেও কয়েকজন প্রার্থী চূড়ান্তভাবে বাদ পড়েছেন।
চট্টগ্রাম-৪:
বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখেছে ইসি। শুনানিতে আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ সময় কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঋণ পরিশোধের বিষয়ে মন্তব্য করেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি):
বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করা হয়েছে। জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে ইসি এই সিদ্ধান্ত দেয়। সকালে বৈধ হলেও বিকেলে আপিল শুনানি শেষে তার মনোনয়ন বাতিল হয়।
ফেনী-৩:
বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল থাকে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিল নামঞ্জুর করে কমিশন।
ঢাকা-৪:
স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের প্রার্থিতা ফিরে পেয়েছে। সমর্থক যাচাই সংক্রান্ত অভিযোগ খণ্ডনের পর কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।
টাঙ্গাইল-৪:
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর প্রার্থিতাও বহাল থাকে। তার বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে ইসি।
দ্বৈত নাগরিকত্ব ইস্যু:
দ্বৈত নাগরিকদের প্রার্থিতা নিয়ে সংবিধান ও আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগ তুলে সিইসির কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন এক নাগরিক।

এজাজ আহম্মেদ/ চৈতী