১৮ জানুয়ারি, রবিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপির সাবেক চেয়ারপারসন, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলেই দেশের উন্নয়নমূলক কাজ হয়। কারণ বিগত ১৭ বছরে বাবুগঞ্জ-মুলাদীতে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। হয়েছে শুধু দুর্নীতি, লুটপাট আর টেন্ডার বাণিজ্য।”
দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,“আপনারা আমার রক্তের সঙ্গে মিশে গেছেন। যতদিন বেঁচে থাকবো, আপনাদের সঙ্গেই থাকতে চাই।” এ সময় তিনি ‘বাবুগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি, বাবুগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি’—এমন স্লোগানে নেতাকর্মীদের উজ্জীবিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি সুলতান আহমেদ খান এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হানিফ হাওলাদারের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন আলম, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুল আলম ফকির, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, যুবদল সভাপতি মোঃ রাকিবুল হাসান খান রাকিব, সদস্য সচিব ওবায়দুল হক, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ মাহবুব আলম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আলামিন, সদস্য সচিব ইয়াসির আরাফাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ফাহিম আহমেদ, বাবুগঞ্জ, বরিশাল








