শ্রীপুরে সড়কের পাশে মিলল পরিবহন শ্রমিকের লাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর বড়পানি এলাকায় মো. শরীফ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক (বাস স্টাফ) ছিলেন৷ নিহত শরিফ উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে

নিহতের মামা জালাল উদ্দিন জানান, সকালে তিনি গরু নিয়ে মাঠে যাওয়ার সময় বরমী-শ্রীপুর সড়কের পাশে একটি ক্ষেতে কিছু একটা পড়ে থাকতে দেখে কাছে গিয়ে দেখতে পান গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তির মরদেহ পড়ে আছে, মুখ থেকে গামছা সরিয়ে ভাগ্নের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশ ও স্বজনদের জানান তিনি।

নিহতের স্ত্রী আলো বেগম বলেন,‘আমার স্বামী পেশায় বাসের শ্রমিক বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কে যেন তাকে মোবাইলে ফোন করে৷ এ সময় একটু আসতেছি বলে সে বাড়ি থেকে বের হয়৷

কিছু সময় পর থেকে তারমোবাইল বন্ধ পাই রাতভর তার মোবাইল বন্ধ ছিলো৷ অনেক খুঁজেও তার সন্ধান করতে পারি নাই৷ আজ সকাল সাড়ে ১০টার দিকে খবর পাই সোনাকর গ্রামের বড়পানি এলাকায় তার মরদেহ পড়ে আছে৷ দৌড়ে ঘটনাস্থলে এসে স্বামীর মরদেহ দেখতে পাই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘তার কোনো রোগ ছিলো না। ‘দিন আগে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার ঝগড়া হয়েছিল৷ বাড়ি থেকে দেড় কিমি দূরে নির্জন ক্ষেতে তার আসার কোনো কারণ নেই৷ তাকে কেউ হত্যা করে মরদেহ এনে মুখ গামছায় ঢেকে ফেলে রাখে।’

শ্রীপুর থানার ওসি নাসির আহাম্মদ বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই৷ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্ত দল এসে ক্রাইম সিন সংগ্রহ করেছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি