মৌলভীবাজারে ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে আনন্দ পাঠশালা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচি

শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ  ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে মার্চ ফর ইনসাফ।

শনিবার ১৭ জানুয়ারি  সকাল ১০ টায় আনন্দ পাঠশালা শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মৌলভীবাজার চাঁদনীঘাট ইউনিয়ন অফিস থেকে শুরু করে পর্যায়ক্রমে চৌমুহনা পয়েন্ট, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে প্রেসক্লাব চত্তরে গিয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাপ্তি হয়।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিজেদের  ভারতীয় আধিপত্যবাদ  বিরোধী  আন্দোলনের অগ্রসেনানী এবং ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার” হিসেবে অভিহিত করেছেন, যা জুলাই বিপ্লবের চেতনা বা “জুলাই জজবা” দ্বারা অনুপ্রাণিত।

আনন্দ পাঠশালা শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে আজকের এই ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে উপস্থিত ছিলেন আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুস সালাম তালুকদার, প্রধান শিক্ষক মেহবুবা আক্তার তমা, সহকারী শিক্ষক – তাসবিতা তাহকি তাহিয়া,সহকারী শিক্ষক – নাদিয়া আক্তার সানিয়া, সহকারী শিক্ষক –  মুন্নি মুক্তা মীম, সহকারী শিক্ষক – মরিয়ম আক্তার মৌ, আনন্দ পাঠশালার শিক্ষার্থীরা সবাই।

রিপন আহমদ,মৌলভীবাজার