সন্দ্বীপবাসীর জন্য নৌপথে ফেরি ও সি-ট্রাক চালু রাখা হবে

সন্দ্বীপবাসীর নিরাপদ, সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন নৌযাতায়াত নিশ্চিত করতে যেকোনো মূল্যে ফেরি ও সি-ট্রাক সার্ভিস চালু রাখা হবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের বিএনপির দলীয় প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা।

ভাসানচরের ছয়টি মৌজাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করার লক্ষ্যে গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা আদেশপত্র দ্রুত রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে গেজেটে রূপান্তর, ফেরি ও সি-ট্রাক সার্ভিসকে লাভজনকভাবে পরিচালনা, সারা বছর ক্যাপিটাল ড্রেজিং চালু রেখে নৌপথের নাব্যতা বজায় রাখা এবং দিনরাত ২৪ ঘণ্টা চলাচল উপযোগী একটি নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী নৌরুট গড়ে তোলাসহ সন্দ্বীপের সার্বিক উন্নয়ন বিষয়ে সাংবাদিক ও সমাজকর্মীদের সঙ্গে এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে সন্দ্বীপে সাবেক এমপি মোস্তফা কামাল পাশার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি সন্দ্বীপের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, সড়ক অবকাঠামো শক্তিশালীকরণ, মাদকমুক্ত সন্দ্বীপ গঠন, পশ্চিমে জেগে ওঠা নতুন ভূমির পরিকল্পিত উন্নয়ন, চারপাশে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময়কালে সাবেক এমপি মোস্তফা কামাল পাশা চীনের সহযোগিতায় হোভারক্রাফট চালুর সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, চীন একটি ব্যবসাবান্ধব দেশ। বিনিয়োগের সুযোগ দিলে তারা হোভারক্রাফট পরিচালনার মাধ্যমে সেবা দেবে এবং বিনিময়ে ব্যবসায়িক লাভ নেবে। এতে করে সন্দ্বীপবাসী আধুনিক ও দ্রুত যাতায়াত সুবিধা পাবে। তিনি উন্মুক্ত নৌরুটে অভিজ্ঞ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বানও করেছেন।
এ সময় এককালে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া সন্দ্বীপের জেগে ওঠা নতুন ভূমির মালিকানা যাতে সন্দ্বীপের কাছেই থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে ফাইল ওয়ার্ক জোরদারের ওপর আলোচনা হয়।

এ সময় তিনি বলেন সন্দ্বীপ যেহেতু চট্টগ্রামের অন্তর্ভুক্ত সেহেতু ভাষানচর ও সন্দ্বীপের সাবেক ৬০ মৌজার হারিয়ে যাওয়া ভূমি- বর্তমানে জেগে ওঠা নতুন চরের এই ভূমিগুলোকে চট্টগ্রামের মালিকানায় রাখতে হলে আমাদের পাশাপাশি চট্টগ্রামের সিনিয়র প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দেরও সরাসরি সহযোগিতার করা উচিত বলে মনে করেন।

একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সন্দ্বীপের সাবেক আমলা, পেশাজীবী ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সাবেক এমপি আরও বলেন, সন্দ্বীপের সমস্যা সমাধানে সাংবাদিক ও সমাজকর্মীদেরকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি জানান, খুব শিগগিরই সন্দ্বীপের কৃতী সন্তানদের নিয়ে সরকারের উপদেষ্টা ফাউজুল কবির খানের সঙ্গে বৈঠকে বসবেন এবং তার জন্মভূমি সন্দ্বীপের মানুষের জন্য আরও কিছু কাজ করে যাওয়ার আহ্বান জানাবেন।

সভায় সাবেক এমপি মোস্তফা কামাল পাশার পুত্র জাবেদ কামাল সাংবাদিকদের উদ্দেশে মাদকের বিরুদ্ধে কঠোর নজরদারির অনুরোধ জানান। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আনতে পারলেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্তত ৫০ শতাংশ উন্নয়ন স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোস্তফা কামাল পাশার মুখপাত্র ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাসেম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ও চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য সালেহ নোমান, সন্দ্বীপ প্রেসক্লাবের সেক্রেটারি ওমর ফয়সাল, ইয়ুথ ক্লাব অব চিটাগংয়ের সাবেক সভাপতি মাহবুবুল মাওলা, দৈনিক আলোকিত স্বদেশের সন্দ্বীপ প্রতিনিধি আবু সাঈদ খান, বইচিন্তার চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈম এবং অনলাইন অ্যাক্টিভিস্ট হৃদয় রহমান।

আবু সাঈদ খান, সন্দ্বীপ