আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে দেশটির সাধারণ মানুষ ও সাবেক নীতি নির্ধারকরা। তেল আবিবের হাবিমা স্কয়ারে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক সেনাপ্রধান মোশে ইয়ালন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েল এখন কোনো বহিঃশত্রুর দ্বারা নয়, বরং নেতানিয়াহুর সরকারের কারণেই অভ্যন্তরীণ হুমকির মুখে পড়েছে।
ইরানের সঙ্গে তুলনা ও কঠোর সমালোচনা
বিক্ষোভ সমাবেশে দেওয়া ভাষণে ইয়ালন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “বেন-গাভির ইরানি শাসকদের বিক্ষোভ দমনের সহিংস পদ্ধতিগুলো দেখে রীতিমতো ঈর্ষান্বিত হন এবং তিনিও ইসরায়েলে একই ধরনের কঠোর দমনপীড়ন চালাতে আগ্রহী।”
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতার মোহ ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “নেতানিয়াহু শুধু তদন্ত কমিশন ও বিচারের হাত থেকে বাঁচার জন্যই জোর করে নিজের গদি ধরে রেখেছেন।”
ইসরায়েলকে একঘরে করার শঙ্কা
ইয়ালন অভিযোগ করেন, বর্তমান সরকার ইসরায়েলকে একটি ‘স্বৈরাচারী, বর্ণবাদী এবং পশ্চাদপদ’ রাষ্ট্রে পরিণত করছে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশটিকে পুরোপুরি একঘরে করে ফেলবে।
তিনি বলেন, ইসরায়েলিদের সামনে এখন দুটি পথ খোলা আছে; হয় ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি পৃথক রাষ্ট্র গঠন করা, না হয় দখলদারিত্ব ও জাতিগত নিধনের মতো ধ্বংসাত্মক পথ বেছে নেওয়া।
সূত্র: হারেতজ
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










