পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক

মাদারীপুর সদর উপজেলায় পরকীয়া জনিত পারিবারিক বিরোধের জেরে ইতালি প্রবাসী এক ব্যক্তির পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোর আনুমানিক ভোর ৪ ঘটিকার সময় সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়া মাতুব্বর বাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম হাবিব মাতুব্বর নাইম (৩৫) পিতা মৃত্য রশিদ মাতুব্বর অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম (২৯) পিতা: হোসেন মাতুব্বর

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে এ ঘটনার অভিযোগ উঠে।

গুরুতর আহত অবস্থায় হাবিব মাতুব্বরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মাদারীপুর সদর মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে মামলা নং ২৬ (১) ২৬ ইং ধারা ৩২৬/৩০৭এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে মামলা তদন্ত চলছে।

 

হাবিবুর রহমান সুমন

মাদারীপুর