নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে নির্বাচনী উত্তাপের কেন্দ্রে এখন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর এবং তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামার মাধ্যমে সামনে এসেছে এই দম্পতির বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ, ঋণ এবং মামলার খতিয়ান।
লুৎফুজ্জামান বাবরের সম্পদের চিত্র
হলফনামা অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর পেশায় একজন ব্যবসায়ী। তাঁর হাতে বর্তমানে নগদ রয়েছে ৩ কোটি ২১ লাখ ৩ হাজার ৮৩৪ টাকা। এছাড়া তাঁর কাছে ৪০ ভরি স্বর্ণ এবং ৩ কোটি ৪৪ লাখ ২ হাজার ৫৬৭ টাকার স্থাবর সম্পদ রয়েছে। বিশেষ তথ্য হিসেবে তাঁর হলফনামায় তিনটি আগ্নেয়াস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে। উত্তরাধিকার সূত্রে তিনি ২৩ লাখ ৪৪ হাজার ৪০ টাকার সম্পদ পেয়েছেন বলে জানিয়েছেন।
মামলার পাহাড় ও ঋণ
সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য দেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেছেন যে, এর মধ্যে অধিকাংশ মামলা থেকেই তিনি ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন। বর্তমানে তাঁর ওপর ৭ কোটি ৭৭ লাখ ২ হাজার ৬৭২ টাকার চলতি ঋণের বোঝা রয়েছে।
সম্পদে পিছিয়ে নেই স্ত্রী তাহমিনাও
একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবরের স্ত্রী তাহমিনা জামান। তাঁর হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, তাঁর কাছে উপহার হিসেবে পাওয়া ১০০ ভরিসহ মোট ১৪০ ভরি স্বর্ণ রয়েছে। যদিও এই স্বর্ণের মূল্য দেখানো হয়েছে মাত্র ১ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া তাঁর হাতে নগদ ও ব্যাংক-ব্যালেন্সসহ মোট ৭ কোটি ১৫ লাখ ৮৪৩ টাকার সম্পদ রয়েছে।
একই আসনে স্বামী-স্ত্রী: রহস্য কাটেনি
লুৎফুজ্জামান বাবর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে, তাঁর স্ত্রী তাহমিনা জামান ২০১৮ সালের নির্বাচনেও উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন। একই আসনে স্বামী-স্ত্রীর প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর বলেন, “এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। সময়মতো সব জানানো হবে।”
নির্বাচনী সমীকরণ
নেত্রকোনা-৪ আসনে এবার হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা জামান ছাড়াও মাঠে আছেন সিপিবির জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। এছাড়া জামায়াতে ইসলামীর মো. আল হেলাল তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মোখলেছুর রহমানও নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৮৯৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি









