শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৪ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে চার বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত শহীদ রফিক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সন্ধ্যা ৬টায় ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮৮ ওয়ারিয়র্সের আহ্বায়ক ও ধলেশ্বরী হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জনাব কামরুদ্দিন আহমেদ জাকির।

আয়োজকরা জানান, গত মাসের ১১ তারিখে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। এবারের টুর্নামেন্টে মোট ২৮টি দল অংশ নেয়। সেখান থেকে বাছাই হয়ে ফাইনাল পর্বে খেলে ৬টি দল।

ফাইনাল খেলায় স্টেডিয়াম বয়েজ ও ফ্যালকনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতায় স্টেডিয়াম বয়েজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ব্যাচভিত্তিক অংশগ্রহণে ব্যাচ ২০০৫ দল চ্যাম্পিয়ন হয়। ব্যাচ ২০০৪, ব্যাচ ১৯৯৪ ও ফাইনেস্ট ১৯৯৬ এর খেলায় ১৯৯৬ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, এমন আয়োজন তরুণদের মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করে। ভবিষ্যতেও এই টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

অভি হাসান ,মানিকগঞ্জ