ফ্যাসিবাদ ঠেকাতে জুলাই সনদের পক্ষেই গণভোট: ফারুক ই আজম

রাষ্ট্র ও সরকারের প্রকৃত মালিকানা সাধারণ জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই আগামী গণভোটের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। তিনি বলেন, এই গণভোটের ইতিবাচক ফলাফলই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। দেশের আমূল পরিবর্তনের স্বার্থে প্রতিটি নাগরিককে এই ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে হবে।
গতকাল সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে জেলা তথ্য অফিস আয়োজিত এক বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক ই আজম উল্লেখ করেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী এই সরকারের তিনটি প্রধান দায়িত্ব ছিল—গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা, রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার এবং একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন আয়োজন। তিনি বলেন, “গণহত্যার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং অনেকের সাজাও হয়েছে। এখন রাষ্ট্রকে পুনরায় ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যাওয়া থেকে রক্ষা করতে জুলাই সনদের মৌলিক বিষয়গুলো নিয়ে গণভোটের আয়োজন করা হচ্ছে।”
বৈঠকে তরুণ ও প্রথমবার ভোট দেবেন এমন ভোটারদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, “আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনাদের জীবনের প্রথম ভোটটি হবে রাষ্ট্রের আমূল পরিবর্তন এবং নিজের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। আপনাদের সুচিন্তিত মতামতের ওপর ভিত্তি করেই গড়ে উঠবে আগামীর অর্থনীতি, বিচারব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা।”
উপদেষ্টা আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সচ্ছল, সাবলীল ও মানবিকবোধ সম্পন্ন নতুন বাংলাদেশ গড়া। ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন উৎসর্গ করেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সফল করতে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
লামিয়া আক্তার