সংবিধান বিকৃত রোধে স্থায়ী পরিবর্তন দরকার: পার্বত্য উপদেষ্টা

ভবিষ্যতে কেউ যেন আর ইচ্ছেমতো দেশের সংবিধান বিকৃত করতে না পারে, সেজন্য একটি স্থায়ী ও সুসংহত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গতকাল খাগড়াছড়ি জেলা টাউন হলে আয়োজিত এক ভোটার উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘গণভোট ২০২৬: দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই সভায় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “দেশের চাবি এখন জনগণের হাতে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ দেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষমতার টানাটানি বন্ধ করে একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামো তৈরির লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।
আসন্ন নির্বাচনে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “আমি এখানে কোনো নির্দিষ্ট প্রতিনিধি নির্বাচিত করতে আসিনি। জুলাই বিপ্লবে এ দেশের মানুষ যেভাবে দায়িত্ব নিয়েছিল, একইভাবে এই গণভোটকেও তারা সার্থক করে তুলবে।” তিনি উপস্থিত সবাইকে ‘জুলাই সনদ’-এর ১১টি পয়েন্ট মনে রাখার আহ্বান জানান এবং বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হওয়া রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ।
সভায় জানানো হয়, খাগড়াছড়ি জেলা ও রামগড় তথ্য অফিসের মাধ্যমে সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
লামিয়া আক্তার