বিএনপি চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া মঞ্চ দিনাজপুর জেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর পৌর শহরের বালুবাড়ি বিশ্বরোড মির্জা মার্কেট চত্বরে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া মঞ্চ দিনাজপুর জেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া মাহফিলে জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহবায়ক কমিটির আহবায়ক মোঃ নওশাদ আলম পাপ্পুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ সদর আসনের ধানের শীষ প্রতীকের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ।
এ সময় অন্যানদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, কৃষকদল জেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম পাভেল, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ বাদল দেওয়ান, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ মতিবুর রহমান বিপ্লব, জিয়া মঞ্চ জেলা শাখার সদস্য সচিব মোঃ শাহরিয়ার জামান শাহ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোখলেছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, জেলা শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, জিয়া মঞ্চ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, জিয়া মঞ্চের নেতা রবি চৌধুরী, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতা সুইট প্রমুখ।
দোয়া মাহফিলে জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ কাজী খাজা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ ছমিত ,মোহাম্মদ মানিক, মোঃ হেলাল উদ্দিন, মোঃ মঈন উদ্দিন, আল মামুন,, মোঃ শেখ ফরিদ, মোঃ আনিছ, মোঃ বেলাল, মোঃ মহসিন আলী, মোঃ সোহেল রানা, মোঃ কাজল, মোঃ ফিরোজ হোসেন বাবু , ও সদস্য মোঃ রতন, মোঃ আজাদ রহমান, মোঃ খুরশিদ আলম, জিয়া মঞ্চ দিনাজপুর পৌর শাখার আহবায়ক কমিটির আহবায়ক মোঃ মনোয়রুল হক তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ খুরশিদ আলম, যুগ্ন আহ্বায়ক মোঃ রহমত উল্লাহ, মোঃ ফার আন, মোঃ সিরাজুল, মোঃ রিপন, মোঃ মোখলেসুর রহমান , মোঃ মোফাজ্জল হোসেন মামুন, মোঃ হারেস রেজা, মোঃ শাকিল, মোঃ ইমরান, মোঃ রাজু, মোঃ ফরিদুল ইসলাম বাপ্পি, সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান হীরা, সদস্য যথাক্রমে বোরকা, মানিক, মিনার ইসলাম, ইব্রাহিম, এনদাদুল, রেজাউল ওয়ার্ড বিএনপি বিএনপি, জিয়া মঞ্চ জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শেষে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।