ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
যে প্রসঙ্গে এলো জামায়াতের কথা
সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন যে, গত বছর তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন।
এই সাক্ষাৎকারের সূত্র ধরেই শুক্রবারের ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ভারত কি বাংলাদেশের জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছে?
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব
জবাবে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। আমাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবেই বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। আপনি যাদের কথা উল্লেখ করেছেন (জামায়াতে ইসলামী), তাদের সঙ্গে যোগাযোগের বিষয়টিকেও সেই একই প্রেক্ষাপটে দেখা উচিত হবে।”
এই বক্তব্যের মাধ্যমে ভারত জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগের বিষয়টিকে তাদের নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবেই তুলে ধরেছে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










