গৃহিণীদের জন্য সম্মানী ভাতাসহ ২২ দফা ইশতেহার ‘আমার মা ফাউন্ডেশন’-এর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৃহিণীদের জন্য সম্মানী ভাতা চালুসহ ২২ দফা দাবি সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ‘আমার মা ফাউন্ডেশন’। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হয়।

ইশতেহারের উল্লেখযোগ্য ২২ দফা:

  • গৃহিণীদের সম্মানী ভাতা: গৃহিণীদের শ্রম ও অবদানকে অর্থনৈতিক স্বীকৃতি দিতে তাদের জন্য মাসিক সম্মানী ভাতা চালু করা।

  • যুবকদের কর্মসংস্থান: বেকার যুবকদের রাষ্ট্রীয় খরচে প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

  • সরকারি চাকরিতে বয়সসীমা: প্রতিরক্ষা বাহিনী ও বিশেষ কিছু বিভাগ ছাড়া সরকারি চাকরিতে বয়সসীমার পরিবর্তে যোগ্যতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া।

  • পেশাজীবীদের সুরক্ষা: বিক্রয় ও বিপণন পেশাজীবীদের জন্য কর্মনিরাপত্তা, স্বাস্থ্য সুবিধা ও পেনশন স্কিম চালু করা।

  • দুর্নীতি নির্মূল: দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করা।

  • গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিক ও সংবাদকর্মীদের স্বাধীন কর্মপরিবেশ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

  • ধর্মীয় নেতাদের সম্মানী: সকল ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান।

  • শিক্ষকদের মর্যাদা: প্রাথমিক শিক্ষকদের প্রথম শ্রেণির মর্যাদা দেওয়া।

  • কৃষকদের সহায়তা: কৃষকদের জন্য বিনাসুদে ঋণ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

সংগঠনের বক্তব্য
লিখিত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান জি এম কামরুল হাসান বলেন, “‘আমার মা ফাউন্ডেশন’ বিশ্বাস করে, রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন মায়েরা সম্মান পান, যুবকরা কর্মসংস্থানের সুযোগ পায়, কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় এবং সাধারণ মানুষ নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে। এসব ভিত্তির ওপর দাঁড়িয়েই আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই।”


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক