বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই এই মামলা দায়ের করা হয় বলে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করে। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে আসার সময় অবরোধকারীরা বাধা দেয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটি ছাড়িয়ে আনার চেষ্টা করেন। এসময় অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং কয়েকজনকে আহত করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ
এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এছাড়া তিনি শিক্ষা উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন।
শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠিয়েছে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










