তারেক রহমানের সিলেট সফর: নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর দিন ২২ জানুয়ারি সিলেটে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ও নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সিলেট ও সুনামগঞ্জ জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নিয়মিত প্রস্তুতি সভা, প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচিতে মুখর এখন সিলেট।

আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী জনসভার স্থান সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। ২২ জানুয়ারি এই মাঠেই তারেক রহমান তার প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

পরিদর্শনকালে নেতারা জনসভার মঞ্চের স্থান নির্ধারণ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন এবং দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

যা বলছেন নেতারা
পরিদর্শন শেষে সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, “২২ জানুয়ারির জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জনসভায় সিলেটের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে বলে আমরা আশাবাদী।”

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপি পূর্ণ প্রস্তুতি নিয়েছে। ইনশাআল্লাহ, আলিয়া মাদ্রাসার মাঠে লাখো মানুষের উপস্থিতি ঘটবে।”

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি বলেন, “এই জনসভা শুধু একটি নির্বাচনী আয়োজন নয়, এটি বিগতদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ।”

তারেক রহমানের সফরসূচি
বিএনপি সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। আগের রাতে (২১ জানুয়ারি) তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। প্রচারের প্রথম দিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টায় আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক দুটি জনসভায় বক্তব্য রাখবেন এবং সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।


মোঃ আশরাফুল আলম | উপ-সম্পাদক