নারায়ণগঞ্জে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন।

নারায়ণগঞ্জে সরকারি কর্মচারী পরিবার ও ১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবি ফোরামের জেলা শাখার উদ্যোগে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার (১৬ জানুয়ারি) প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরকারি কর্মচারী জেলা শাখার সভাপতি শফিউল কাদের সাউদ।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ১১–২০ গ্রেড সরকারি চাকুরিজীবি ফোরাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খন্দকার, সদস্য মোঃ সোলাইমান এবং ডাক বিভাগ জেলা শাখার কর্মচারী মোঃ এনামুল হক দিপু।

বক্তারা বলেন, বৈষম্যহীন নবম পে-স্কেল ১:৪ অনুপাতে ১২টি গ্রেডের ভিত্তিতে নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা করা উচিত। তারা দ্রুত পে-স্কেল গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ থেকে তা বাস্তবায়নের দাবি জানান। তারা আরও উল্লেখ করেন, ২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছরেও কোনো নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি, অথচ এই সময়ে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান বেতন কাঠামোতে মাসের ১০–১২ দিনের বেশি চলা কঠিন হয়ে পড়েছে, ফলে সরকারি কর্মচারী পরিবারে পুষ্টিহীনতা দেখা দিচ্ছে এবং সন্তানদের শিক্ষায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।

নজরুল ইসলাম বাদল, নারায়ণগঞ্জ জেলা