নতুন পে স্কেলের দাবিতে নাটোরে কর্মচারীদের অনশন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মচারীরা। জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাওয়া নিম্ন ও মধ্যম আয়ের এই কর্মীরা অবিলম্বে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজপথে নেমেছেন। শুক্রবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় নাটোর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই দাবিতে অনশন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বর্তমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, বাজারের আগুনের কারণে বর্তমান বেতনে মাসের অর্ধেক চলতেই পকেট খালি হয়ে যায়। নতুন পে স্কেল বাস্তবায়ন না হলে কর্মচারীদের জীবনযাত্রার মান চরম বিপর্যয়ের মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি কর্মচারী স্কেল বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম। তিনি বলেন, “জীবনযাত্রার ব্যয় এখন কয়েক গুণ বেড়েছে, কিন্তু আমাদের বেতন অপরিবর্তিত। এটি কেবল কর্মচারীদের কষ্ট নয়, পুরো পরিবারের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।”

নাটোর জেলা কমিটির সভাপতি এস এম সেলিম পারভেজ এবং সাধারণ সম্পাদক মোঃ নবীর হোসেন তাদের বক্তব্যে সরকারের প্রতি অবিলম্বে নতুন পে স্কেল ঘোষণার জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

এদিন নাটোর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ‘পে স্কেল এখন বিলাসিতা নয়, অধিকার’—এমন শ্লোগান সংবলিত প্লেকার্ড ও ব্যানার হাতে শত শত কর্মচারীকে মানববন্ধনে অংশ নিতে দেখা যায়। কর্মসূচি চলাকালে ওই এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হলেও তা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

-এম. এইচ. মামুন