পঞ্চগড় জেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ধনতলা পাড়ায় ভোররাতে ভ/য়া/বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রশিদুল ইসলামের বসতবাড়ি পুড়ে যায়। আ/গুনে একটি গরু ও তিনটি ছাগলসহ ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, পঞ্চগড়-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
তিনি পোড়া বাড়ি ও ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, হঠাৎ ভোররাতে আগুনের সূত্রপাত হওয়ায় ঘরের মানুষজন কোনোমতে প্রাণে বাঁচলেও গবাদিপশু ও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।