বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক। এতে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে ওমর বিন হাদি এই পদে দায়িত্ব পালন করবেন।
ওসমান বিন হাদি ছিলেন ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক। ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় জুমার নামাজ শেষে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছিল। তবে বাদীপক্ষ থেকে নারাজি আবেদনের প্রেক্ষিতে গতকাল ১৫ জানুয়ারি আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডি-কে নির্দেশ দিয়েছে।
এই ব্যাপারে সাংবাদিক জুলকারনাইন সায়ের প্রজ্ঞাপনের ছবিসহ এক ফেসবুক পোস্টে লিখেছেন- “আততায়ীর গুলিতে নিহত ছাত্রনেতা ওসমান বিন হাদি’র বড়-ভাই, ওমর বিন হাদি’কে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহাম যুক্তরাজ্যে দ্বিতীয় সচিব পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
আজ (১৫ জানুয়ারি ২০২৬) এই প্রজ্ঞাপন জারি করা হয়।”
ওসমান হাদি’র মৃত্যুর পর তার ভাই ওমর বিন হাদি বিচারের দাবিতে রাজপথে সোচ্চার ছিলেন। তিনি বিভিন্ন সময় শাহবাগে অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন এবং তার ভাইয়ের খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার তাকে এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে নিয়োগ দিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং বৈদেশিক মিশনে নতুন জনবল যুক্ত করার সিদ্ধান্ত নিল।
-এম. এইচ. মামুন










