পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল ব্যাগভর্তি ককটেল

সংগ্রহীত
গাজীপুরের শ্রীপুরে মাছ ধরার জালে মাছের বদলে উঠে এসেছে একটি ব্যাগভর্তি তাজা ককটেল। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পুকুরে এই ঘটনা ঘটে। এই ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে তিনজন মাছ ব্যবসায়ী পিয়ার আলী কলেজের পুকুরে জাল টেনে মাছ ধরতে নামেন। জাল টেনে তোলার সময় একটি ভারী ব্যাগ আটকা পড়ে। ব্যাগটি উপরে তুলে খোলার পর তারা ভেতরে ককটেল সদৃশ বেশ কিছু বস্তু দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ, র‍্যাবের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্য এবং ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সেনাসদস্যরা। উদ্ধারকৃত ককটেলগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বিশেষ বোম ডিসপোজাল ইউনিটকে তলব করা হয়। বর্তমানে তারা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিট বর্তমানে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরে এই বিস্ফোরকগুলো কোথা থেকে এবং কীভাবে এলো, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নিরাপত্তার স্বার্থে পিয়ার আলী কলেজ ও সংলগ্ন এলাকা বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে।
লামিয়া আক্তার