খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় রাজনৈতিক সহিংসতা সংশ্লিষ্ট একটি মামলায় এজাহারনামীয় আসামিকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দীঘিনালা থানার একটি চৌকস দল মধ্য বোয়ালখালী বাজার এলাকায় অভিযান চালায়। উপপরিদর্শক মো. শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় মো. আবুল কালাম ওরফে সুজনকে। তিনি দীঘিনালা থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার ব্যক্তি মধ্য বোয়ালখালী পশ্চিমপাড়া আশ্রম এলাকার স্থায়ী বাসিন্দা এবং কামাল মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ইউনিয়ন যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন, যা গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মাত্রা যোগ করেছে।
থানা সূত্র অনুযায়ী, তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৫০৬(২) ও ১১৪ ধারায় মামলা চলমান রয়েছে। এসব ধারায় সংঘবদ্ধ হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।
পুলিশের দাবি, মামলার তদন্তের স্বার্থে এবং ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধে এ গ্রেপ্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পুলিশ কর্মকর্তারা জানান, রাজনৈতিক পরিচয় বা পদমর্যাদা কাউকে আইনের ঊর্ধ্বে রাখে না। অপরাধে জড়িত থাকলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানের পর সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
-মো. লোকমান হোসেন, দীঘিনালা










