হাবিবপুর ৭নং ওয়ার্ড ও ১নং সিরাজপুর এলাকায় গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল মালেক মেম্বারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
কর্মসূচিতে আলহাজ ফখরুল ভাইয়ের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও আদর্শ জনগণের মাঝে তুলে ধরা হয়।
গণসংযোগকালে এলাকার সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেন।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের গণসংযোগ কার্যক্রম অব্যাহত থাকবে।
-হামিদুল হক রিপন, নোয়াখালী










