নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার দিঘলিয়া ও আগ্রাহাটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করা হয়। আটকরা হলেন—লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের দীঘলিয়া গ্রামের মো. কামরুজ্জামান মণ্ডলের ছেলে তোফায়েল মণ্ডল, একই উপজেলার লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের তবিবুর বিশ্বাসের ছেলে মো. রাসেল বিশ্বাস, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বইশখালী গ্রামের মৃত নূর ইসলাম গাজীর ছেলে ইসমাইল হোসেন ওরফে পিন্টু এবং একই গ্রামের মৃত তোফাজ্জল গাজীর ছেলে আমিনুর গাজী।
পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে উপজেলার দীঘলিয়া এলাকার কলেজছাত্র তোফায়েল মণ্ডলের বাড়িতে অভিযান চালায় লোহাগড়া সেনা ক্যাম্প ও থানা পুলিশের যৌথ দল। তার দেওয়া স্বীকারোক্তিতে বসতঘরের ওয়ারড্রব থেকে একটি চাইনিজ ৭.৬২ মিলিমিটার পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে অভিযুক্ত তোফায়েলকে সঙ্গে নিয়ে উপজেলার আগ্রাহাটি এলাকার ছোটন মোল্যার মাছের ঘেরে অভিযান চালানো হয়। সেখানে অভিযান চালিয়ে রাসেল, পিন্টু ও আমিনুর নামের আরও তিন অভিযুক্তকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে ঘেরের বিভিন্ন স্থান থেকে একটি এয়ারগান, ৮০০ পিস গুলি, মাদক এবং চাপাতি, দা, রামদাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর লোহাগড়া ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ দিঘলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং এ সময় চারজনকে আটক করা হয়। পরে নিয়মিত মামলার মাধ্যমে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
-নাজিম উদ্দিন, লোহাগড়া (নড়াইল)










